প্রশংসা সবই কেবল তোমারই



প্রশংসা সবই কেবল তোমারই
রাব্বুল আলামীন
দয়ালু মেহেরবান, করুণা অফুরান
আর কেউ নয় তুমি মালিক
শেষ বিচারের দিন।। 

কেবল তোমারি করি ইবাদাত
কেবল তোমারি চাহি নিয়ামত
দাও দিশা দাও সরল পথের
সিরাত মোস্তাকিম।। 

যাদের উপরে করেছো রহমত 
পেয়েছে তোমার অশেষ মহাব্বত 
তাদের সে পথ দাও আমাদের 
দাও তোমার দ্বীন।। 

যাদের উপরে কেবলি গজব
নাযিল করেছো দিয়েছো আযাব 
তাদের এ ভাগ্য দিওনা মোদের
হে অসীম সীমাহীন।।

গীতিকার: মতিউর রহমান মল্লিক
সুরকার: শিল্পী মশিউর রহমান

Post a Comment

0 Comments

About